মরক্কোয় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ২১০০

মিডিয়া এক্সপ্রেস ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ সেপ্টেম্বর ১১, ০১:০৭ অপরাহ্ন

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০০ জনে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার মানুষ। আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতের এই ভূমিকম্পের অনেক ঘরবাড়ি ধসে পড়ে। রাস্তায় ফাটল দেখা দেয়। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে সেখানে তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। দেশটির সেনাবাহিনী ও উদ্ধারকারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্বত্য গ্রামগুলোতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ভবনের ধ্বংসস্তূপে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ ভূমিকম্প ও হতাহতের ঘটনায় রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং বেঁচে যাওয়াদের আশ্রয়, খাবার ও অন্যান্য সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বেশকিছু গ্রাম পুরোপুরি সমতল হয়ে গেছে বলে জানা গেছে।


প্রসঙ্গত, ১৯৬০ সালের পর শুক্রবারের এই ভূমিকম্প দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী। ওই বছর দেশটিতে শক্তিশালী এক ভূকম্পে কমপক্ষে ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework